খেলা : ফুটবল পায়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের মেয়েরা। ভুটানে চলমান অনূর্ধ্ব ১৮ মেয়েদের সাফে নেপালকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে স্বপ্না-শামসুন্নাহাররা। গোল দুটি করেছেন স্বপ্না এবং কৃষ্ণা। শামসুন্নাহার পেনাল্টি মিস না করলে ব্যাবধানটা আরও বড় হতে পারত। ৯২ মিনিটে নেপালের হয়ে ব্যাবধান কমিয়েছেন নেপালের রাশ্মি কুমার।
আজ মঙ্গলবার সন্ধ্যায় থিম্পুর চাংলিমিখাং স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড, খেলার পরবর্তী ৪৫ মিনিটে আর কোনো গোল হয়নি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশের ফুটবলাররা। তবে পাকিস্তানের বিপক্ষে গোলবন্যা হলেও নেপালের শক্তিশালী রক্ষণভাগে এসে বেশীরভাগ আক্রমনই থেমে যায়। প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৫ মিনিট পর্যন্ত।
১৬ মিনিটেই পাকিস্তানের বিপক্ষে সাত গোল করা প্রচণ্ড গতির ফুটবলার সিরাত জাহান স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ(১-০)। পরের গোল ৩২ মিনিটে, এবার গোল করেন কৃষ্ণা রানী। ২-০ গোলে লি ড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও গোল চেষ্টা অব্যাহত থাকে স্বপ্না- মারিয়াদের। তবে গোলের ব্যবধান আর বাড়েনি। ম্যাচের অতিরিক্ত সময়ে বাংলাদেশের খেলোয়াড়দের অসতর্কতায় ব্যবধান কমায় নেপাল।
সেমিতে খেলতে গ্রুপে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলের বড় ব্যবধানে হারানোর পর নেপালের বিপক্ষে নুন্যতম ড্রয়ের প্রয়োজন ছিল আখি-মারিয়াদের। তবে জয় দিয়েই গ্রুপ পর্বে শেষ করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। অপর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। রবিবার আসরের ফাইনাল।