সাতক্ষীরা

৫দফা দাবিতে বেতনা ও অন্যান্য নদী বাঁচাও আন্দোলন কমিটির আলোচনা সভা

By daily satkhira

December 20, 2016

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দফা দাবিতে বেতনা ও অন্যান্য নদী বাঁচাও আন্দোলন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মিল বাজারস্থ এলাকায় বেঁতনা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি আবিদার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, ন্যাপের জেলা সভাপতি হায়দার আলী শান্ত, কমিটির উপদেষ্টা অধ্যক্ষ সুভাষ সরকার, সহ-সভাপতি রুহুল আমিন, এড. আকবার আলী, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, এপিপি এড. মোস্তাফিজুর রহমান, জেলা বাস্ত্রহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা উন্নয়ন যুব সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, এনামুজ্জামান নিপ্পন, কামরুল হাসান, ওমর ফারুক, আবুল হাসান, শামসুল হক, শহিদুল ইসলাম, শাহমত আলী, ইসমাইল হোসেন, মুহাসিনুল ইসলাম মিন্টু প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমানে নদীতে পলী জমে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। অবৈধভাবে গড়ে উঠছে ঘরবাড়ি, ইটভাটাসহ নানা স্থাপনা। এ অবৈধভাবে নদীর পাড় দখল বন্ধ না করলে বন্যার পানিতে তলিয়ে যাবে। পানি বন্ধী হয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে হাজার হাজার বিঘার ফসলি জমি। নদীর ধারে গড়ে উঠা এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং বেতনা ও অন্যান্য নদী রক্ষা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।