ভিন্ন স্বা‌দের খবর

বিশ্বযুদ্ধের বোমার কম্পন মহাকাশেও

By daily satkhira

October 03, 2018

অনলাইন ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বোমা হামলার ঘটনায় শুধু ভূমিই বিধ্বস্ত হয়নি, এর কম্পন বায়ুমণ্ডলেও অনুভূত হয়। সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই দাবি করেছে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এসংক্রান্ত গবেষণা প্রতিবেদন ‘অ্যানালেস জিওফিসিকা’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ইউরোপের শহরগুলোতে বিপুল পরিমাণ বোমা নিক্ষেপের কারণে ভূমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় উৎপাদিত তরঙ্গ বায়ুমণ্ডলকে দুর্বল করার জন্য যথেষ্ট ছিল। পৃথিবীর উপরিতলের ১০০ থেকে ৩০০ মাইলের মধ্যে ওই কম্পনগুলো অনুভূত হয়। বায়ুমণ্ডলে বোমার এই প্রভাব এর আগে অজানাই ছিল। রিডিং ইউনিভার্সিটির গবেষক অধ্যাপক ক্রিস স্কট জানান, তিনি যুক্তরাজ্যের রেডিও রিসার্চ স্টেশনের পুরনো উপাত্তগুলো নিয়ে কাজ করেছেন। জার্মানি ও ফ্রান্সের শহরগুলোতে বোমা হামলার দিনক্ষণের সঙ্গে ওই কম্পনের তথ্য মিলে যায়। অর্থাৎ ওই সময় মিত্র বাহিনীর বোমা হামলার সঙ্গে ওই কম্পনের সম্পর্ক আছে। যেটি বায়ুমণ্ডলকে অনেকখানি দুর্বল করে দেয়। স্কট ও তাঁর সহকর্মীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইউরোপে ১৫২টি বড় বিমান হামলার রেকর্ড পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।