আন্তর্জাতিক

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

By daily satkhira

October 03, 2018

অনলাইন ডেস্ক: এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। নোবেল বিজয়ী তিনজন হলেন- এইচ আর্নল্ড, জর্জ পি. স্মিথ ও গ্রেগরি পি. উইন্টার। আজ বুধবার সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। খবার দ্য গার্ডিয়ান। রসায়নে নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীদের মধ্যে এইচ আর্নল্ড এনজাইমের বিবর্তনের পরিচালনার জন্য নোবেলের ৫০ শতাংশ পেয়েছেন। আর বাকি ৫০ শতাংশের মধ্যে অর্ধেক করে পেয়েছেন জর্জ পি. স্মিথ ও গ্রেগরি পি. উইন্টার। ২৫ শতাংশ করে দুইজন পেয়েছেন পেপটাইড এবং অ্যান্টিবডির ফেজ প্রদর্শন করার জন্য।