জাতীয়

আ.লীগ এমপির বিরুদ্ধে যুবলীগ নেতার মায়ের মামলা

By daily satkhira

October 03, 2018

দেশের খবর: সিলেট-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বিরুদ্ধে মামলা করেছেন প্রবাসী এক যুবলীগ নেতার মা। বুধবার দুপুরে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হত্যার হুমকি প্রদানের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক ফারজানা শাকিলা মুমু চৌধুরী মামলার শুনানি শেষে আদেশ অপেক্ষমান রেখেছেন। মামলা দায়েরকারী মনোয়ারা বেগম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কে এস টিল্লা এলাকার মৃত আফাজুল ইসলামের স্ত্রী। তার ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বির। মামলায় একমাত্র এমপি কয়েসকেই আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহসিন জানান, মনোয়ারা বেগম মামলার আবেদনে আদালতের কাছে এমপি কয়েসের বিরুদ্ধে তার প্রবাসী ছেলে আশফাকুল ইসলাম সাব্বিরকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ করেছেন । তিনি বলেন, ‘সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস আইনের ৫০০/৫০৬ ধারায় দণ্ডনীয় অপরাধ করেছেন।’ মামলার বাদী মনোয়ারা বেগম বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় আমার ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বিরকে নিয়ে অশালীন, অকথ্য মন্তব্য করেন সাংসদ কয়েস। তিনি প্রকাশ্যে আমার ছেলেকে হত্যার হুমকিও দিয়েছেন।’ সেদিন সভামঞ্চ থেকে নেমে এমপি কয়েস তাকে ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও মামলায় উল্লেখ করেছেন মনোয়ারা।