কলারোয়া

কলারোয়ায় ৪২টি শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

By daily satkhira

October 03, 2018

কলারোয়া প্রতিনিধি : ঢাকের তালে বছর ঘুরে মা যে আবার আসছে ঘরে। আগামি ১৪ অক্টোবর রবিবার মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপনি হবে দূর্গোৎসবের। সাতক্ষীরার কলারোয়ায় শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে এখানকার প্রতিমা শিল্পিরা। প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ, চলছে শেষ মুহুর্তের পরিপূর্ণতার কাজ। রং-এর প্রলেপের কাজও শেষ পর্যায়ে। প্রতিমা শিল্পী রবিন পাল জানালেন-আর মাত্র কয়েকদিন পর পূজা, হাতে কাজের চাপ, মা’কে নতুন রূপে সাজানো হচ্ছে। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়- কলারোয়া উপজেলাব্যাপি ৪২টি দুর্গাপূজা মণ্ডপে ডেকোরেশন, লাইটিং, প্যান্ডেলসহ সংশ্লিষ্ট নিয়ে ব্যস্ত আয়োজক কমিটি। কলারোয়া পৌরসভাধীন ৮টি এবং ১২টি ইউনিয়নে ৩৪টি মণ্ডপে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। পৌরসভাধীন ৮টি পূজামন্ডপ গুলো হলো : তুলসীডাঙ্গা ঘোষপাড়া মাতৃপূজা মন্ডপ, তুলসীডাঙ্গা গোয়ালঘাটা পূজা মন্ডপ, ঝিকরা হরিতলা পূজা মন্ডপ, গোপিনাথপুর দক্ষিণপাড়া পূজা মন্ডপ, গোপিনাথপুর ঘোষপাড়া পূজা মন্ডপ, মুরারীকাটি উত্তর পালপাড়া পূজা মন্ডপ, মুরারীকাটি দক্ষিণ পাড়া পূজা মন্ডপ, মুরারীকাটি দক্ষিণ হরিসভা পূজা মন্ডপ। এছাড়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে ৬টি পূজামন্ডপ, ২নং জালালবাদ ইউনিয়নে ৩টি, ৩নং কয়লা ইউনিয়নে ২টি, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে ২টি, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে ৩টি, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নে ১টি, ৭নং চন্দনপুর ইউনিয়নে ৩টি, ৮নং কেরালকাতা ইউনিয়নে ২টি, ৯নং হেলাতলা ইউনিয়নে ৩টি, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে ৩টি, ১১নং দেয়াড়া ইউনিয়নে ৫টি ও ১২নং যুগিখালী ইউনিয়নে ১টি মন্ডপে দূর্গাপূজা হবে বলে জানা গেছে। কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ পালসহ নেতৃবৃন্দরা জানান- প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবে। ঝুঁকিপূর্ণ মন্ডপগুলো সি.সি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া মন্দিরগুলোর সার্বিক তত্বাবধায়ন ও যোগাযোগ রাখতে প্রশাসনের পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের নেত্বত্বে একটি দল ভ্রাম্যমান পর্যবেক্ষণ করবেন বলে তারা জানান।