ভিন্ন স্বা‌দের খবর

অনলাইনে মঙ্গলের মাটি বিক্রি

By daily satkhira

October 03, 2018

অনলাইন ডেস্ক: আধুনিক বিজ্ঞানীনের অন্যতম লক্ষ্য মঙ্গল গ্রহে মানববসতি কিংবা মঙ্গলে মনুষ্য যাত্রার সফল পরীক্ষা। বিজ্ঞানীদের আশা ভবিষ্যতে মঙ্গলে একদিন মানুষ পৌছবে অথবা বিস্ময়কর কিছু একটা ঘটবে। মঙ্গলে যাওয়া মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। চাঁদের মাটি ছোঁয়া গেলেও মঙ্গলের মাটিতে এখনও মানুষের পা পড়েনি। এজন্য মানুষের চেষ্টা নিরন্থর প্রচেষ্টা। মানুষ অদূর ভবিষ্যতে মঙ্গলে যাবে সে জন্য মহাকাশ বিজ্ঞানীদের প্রাণপণ চেষ্টা চলছে। ইতিমধ্যেই নাসাসহ একাধিক মহাকাশ গবেষণা কেন্দ্র মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চেষ্টা চালাচ্ছে। তবে মঙ্গলে না যেতে পারলেও, মঙ্গলের মাটি ছুঁয়ে দেখতে পারবেন অনায়াসে। সেই মাটি পাওয়া যাবে অনলাইনেই। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এ যুগে সবই সম্ভব। চাইলে এক কেজি মাটি অর্ডার দিয়ে দিতে পারেন অনলাইনে। দামও বেশি নয়। মাত্র ১৫০০ টাকাতেই পাওয়া যাবে এক কেজি মাটি। মঙ্গল ও গ্রহাণুর মাটি বিক্রি করছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যিকারের মঙ্গলের মাটি নয়। মঙ্গলের মাটির গুণ বিশ্লেষণ করে, বিজ্ঞানীরা বিচার করবেন সেই মাটিতে কী ফলানো সম্ভব।