খেলা

এখনও তিন ইনজুরিতে ভুগছেন মাশরাফি; জিম্বাবুয়ে সিরিজ অনিশ্চিত

By daily satkhira

October 03, 2018

অনলাইন ডেস্ক: ইনজুরি যেনো পিছু ছারছেনা বাংলাদেশ ক্রিকেট দলের। একের পর এক শুধু ইনজুরির খবর। হাতে চোটের কারনে দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান আর এশিয়া কাপে হাতে চোট পেয়ে দলের বাইরে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। পাঁজরের হাড়ে চির ধরাতে শংকা দেখা দিয়েছে মুশফিকুর রহিমকে নিয়েও। এরই মধ্যে আবার পাওয়া গেলো আরেকটি নতুন খবর। ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভেঙে গেছে তার ডান হাতের কনিষ্ঠা। এছাড়া উরুর পেশি ছিঁড়ে যাওয়া এবং টিউমারের শঙ্কাতেও রয়েছেন টাইগার এই দলপতি। সদ্যই এশিয়া কাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কয়েকদিন পরেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। আসন্ন জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে চলতি মাসের ১৫ তারিখ। তবে এর আগে স্বস্তিতে নেই টাইগার শিবির। একেক পর এক দলে যুক্ত হচ্ছে চোট।চোটে সবথেকে বেশি ভুগতে হচ্ছে দলের সিনিয়র খেলোয়াড়দের। যার সবশেষ যুক্ত হলো মাশরাফির নাম। এশিয়া কাপে শোয়েব মালিকের ক্যাচ নিতে যাওয়ার ফলে ইনজুরিতে পড়েছেন মাশরাফি। সেই ইনজুরি নিয়েই ম্যাচ শেষ করেন তিনি। দেশে এসে তার হাতের এক্স-রে করানো হয়। তারপরই জানা যায় ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি ভেঙ্গে গেছে। যেটা ঠিক হতে মাশরাফির পনেরো দিনের মত সময় লাগবে। সেই সাথে মাশরাফির আরো দুটো ইনজুরির শঙ্কা দেখা দিয়েছে। তার ডান পায়ের উড়ুর মাংসপেশি ছিঁড়ে গেছে। যেটা ঠিক হতে সময় লাগবে সপ্তাহ দুয়েকের মতো। একই সাথে শঙ্কা দেখা দিয়েছে ওই উড়ুতেই টিউমারের। তবে আশার কথা হলো যেটাকে টিউমার বলে ধারণা করা হচ্ছে, সেই ফোলা জায়গাতে বল লেগেছিলো মাশরাফির। যদি বল লাগার কারনে জায়গাটা ফুলে থাকে তাহলে টিউমারের শঙ্কাটা অবশ্য আর থাকছে না।

আবার মুশফিকের পাঁজরের হাড়ে চির। গুঞ্জন শোনা যাচ্ছে সে কারণেই নাকি তামিমের মতোই আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতে যাবেন না মুশফিক।