আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্রাক্টর ইয়াছিন আলীকে পূর্ববাংলা কমিউনিষ্ট (সর্বহারা) পাটির পরিচয়ে মোবাইল ফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘট্।ে এ ঘটনায় ইয়াছিন আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং-১৫৪৫। তারিক-৩০.০৯.১৮
সাধারন ডায়েরী উল্লেখ করা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বেলা ১২:৫৯ মিনিটে ইয়াছিন আলীকে ০১৭৮৯-৮০৬১০২ নম্বর ফোন থেকে চাঁদা দাবী করেন। চাঁদা দাবীকারী নিজেকে পূর্ববাংলা কমিউনিষ্ট (সর্বহারা) পাটির হেড অব কমান্ড মেজর(অবঃ) আব্দুল আজিজ বলে পরিচয় দেন। এই সময় অন্য একজন (অজ্ঞাত নামা ব্যক্তি)কেও ফোনে তার সাথে কথা বলান। তিনিও চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোশারফ চেয়ারম্যানের মতো চাঁদাদাবিকারী ছেলেরা তাকেসহ তার পরিবারের (ইয়াছিন আলীর) অন্যান্য সদস্যদের হত্যা করবে বলে হুমকী দেন। উল্লেখ্য যে, আশাশুনি উপজেলার বাউশুরি গ্রামের আঃ গণি সরদারের ছেলে মাঃ আঃ হান্নান সরদারের কছে ইয়াছিন ১০(দশ) লক্ষ টাকা পান। প্রমাণ স্বরূপ তিনি তাকে তার নিজ নামীয় জনতা ব্যাংক, আশাশুনি শাখা, হিসাব নং- ০১০০০৬৬০৪৩০৩১ এর একটি চেক যার নং- ঝই ১০/ঋগ ০৩১৬১৪৩, লিখিত টাকার পরিমাণ ১০(দশ) লক্ষ, গত ২৯/১১/২০১৭ তারিখে চেকটি প্রদান করেন। কিন্তু উল্লেখিত একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয় এবং ইয়াছিন আলী বাদি হয়ে আঃ হান্নানের বিরুদ্ধে সাতক্ষীরা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এনআইএ্যাক্ট ১৩৮ ধারায় সিআর ১২/২০১৮ নং মামলা দায়ের করেন, যাহা বিচারাধীন রয়েছে। এই ঘটনার সূত্র ধরে আঃ হান্নান অন্য কাউকে দিয়ে এধরনের আইন বিরোধী ঘটনা ঘটাতে পারে বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতাসহ উদ্বেগ, উৎকন্ঠায় ভুগছেন বলে আরো উল্লেখ করেছেন। এমতাবস্থায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।