খেলা

এখনও আসল খেলা দেখাইনি : নেইমার

By daily satkhira

October 03, 2018

খেলার খবর: ভালো-মন্দ মিলিয়েই কাটছে ব্রাজিল সুপারস্টার নেইমারের চলতি মৌসুম। কখনও গোল পাচ্ছেন, আবার কখনও পাচ্ছেন না। যেমনচ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে তার দল। নেইমারও ছন্দে ছিলেন না। তবে ব্রাজিলের মহাতারকা বলছেন, পিএসজির সেরা ছন্দে আসা এখনও বাকি। শিগগিরিই আসল খেলা দেখিয়ে দেবেন তিনি।

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারার পরেই ফরাসি লিগে টানা তিনটি ম্যাচে জিতেছে পিএসজি। যে জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যদিও পিএসজির কোচ থোমাস তুহেল তার দলের এক নম্বর তারকাকে নিয়ে বলছেন, ‘নেইমার হয়তো ১০০ শতাংশ ফিট নেই এখন। তবে তার কাছাকাছি জায়গায় রয়েছে।’

কোচের কথা মানছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমি শতভাগ ফিট নই। দলের কেউই শতভাগ ফিট অবস্থায় নেই। মৌসুমের সবে শুরু এখন। আমরা খুব বেশি ম্যাচ কিন্তু এখনও খেলিনি। বিশ্ব ফুটবল সেরা ছন্দে থাকে ফেব্রুয়ারি-মার্চে দিকে। বড় ম্যাচগুলোতে সেটা বোঝা যায়। প্রতিটি ম্যাচ, প্রতিটি দিন আমি শারীরিরভাবে আর টেকনিক্যাল দিক থেকে আরও উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি।’

গত বছর মার্চে তার মারাত্মক চোট পাওয়ারও প্রসঙ্গও ওঠে সাংবাদিক সম্মেলনে। যে চোটে ক্লাবের হয়ে বাকি মৌসুমে আর নামতে পারেননি নেইমার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতিতেও ধাক্কা খান। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে নামলেও তার দল কোয়ার্টার ফাইনালে ছিটকে যায়। নেইমার বলেন, ‘আমার চোট পাওয়ার ব্যাপারটা খুব দুঃখের ছিল। বিশ্বকাপ থেকে আমরা যে ভাবে ছিটকে যাই সেটাও খুব হতাশার। তবে সে সব এখন অতীত।’

ব্রাজিল তারকার কথাতেই পরিষ্কার, এখন তিনি পুরনো কথা আর মনে রাখতে চান না। ভাবতে চান বর্তমান নিয়ে। তাই ফরাসি লিগে শনিবারের ৩-০ জয়ের পরেই বান্ধবী ব্রুনার সঙ্গে ডিজনিল্যান্ডে সারাদিন কাটিয়েছেন। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এখন মাঠের খেলায় তার প্রকৃত রূপ দেখার জন্যই অপেক্ষায় আছে লাখো লাখো ভক্ত।