প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক সফল জেলা পরিষদ প্রশাসক এম মুনসুর আহমেদ বুধবার দিনব্যাপী জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর, কৈখালী, মুন্সিগঞ্জ, ইশ্বরীপুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বরদের সাথে তার আনারশ প্রতিক নিয়ে নির্বাচনী মতবিনিময় করেন। শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আব্দুল হামিদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। আ’লীগ নেতা ডা. মুনসুর, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান, সদর যুবলীগের সভাপতি শফিউদ্দীন, সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা জি এম অহিদ পারভেজ, সাতক্ষীরা শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পদক শফিকুজ্জামান পারভেজ, জেলা তরুণলীগের সভাপতি কর্ণেল বাবু, তৌহিদ, আজিম, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মীর শাহীনসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় কালে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি এম মুনসুর আহমেদ বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে আওয়ামীলীগ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থাম, ৭০’র নির্বাচন, মহান মুক্তিযুদ্ধে এ দলের ছিল অগ্রণী ভূমিকা। বাংলাদেশ আওয়ামীলীগ বর্তমানে সরকার এ আছে। আমি মহান মুক্তিযুদ্ধ করেছি, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, বর্তমানে জেলা আওয়ামীলীগের দায়িত্বে আছি। এ জন্য আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে দলীয় মনোয়ন দিয়েছে। কারো কথায় প্ররোচিত না হয়ে দলের স্বার্থে কেউ দলের বাইরে কোন প্রার্থীকে সমার্থন দেবেন না। দলের কথা মাথায় রেখে দলীয় প্রার্থীকে সমার্থন দেবেন বলে চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহমেদ মনে করেন। তিনি আরো বলেন এবার আপনারা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করলে আপনাদের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।