খেলার খবর: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই নানা আলোচনা-সমালোচনার মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। এরই মধ্যে রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মস্কোর কাছে ১-০ গোলে হেরে গেছে রিয়াল। মস্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে পরপর তিন ম্যাচে কোন গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতির আবারও সামনে চলে এসছে রোনালদো প্রসঙ্গ। রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ কতটা এলোমেলো তা এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে। দলে রোনালদোর অভাবের কথা অস্বীকার করা কঠিন। রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ কেইলর নাভাসও মানছেন সেটা। তার মতে রোনালদোর প্রভাব রিয়াল মাদ্রিদে সূর্যের মতো বিস্তৃত ছিলেন, ‘রোনালদো গোলবারটাকে অনেক বড় করে রেখে গেছেন। এটা গোপন কিছু না। আপনি চাইলেই সূর্যকে এক আঙুল দিয়ে ঢাকতে পারবেন না। তবে রোনালদো এখন আমাদের অতীত। আমরা তাকে নিয়ে আর ভাবছি না।’ উল্লেখ্য, রোনালদো রিয়াল মাদ্রিদে নয় বছর কাটিয়ে এসেছেন। ক্লাবের হয়ে ক্যারিয়ারে সবকিছু জিতেছেন তিনি। এরপর রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেছেন পর্তুগিজ তারকা। তার দল ছাড়ার পরই হতশ্রী রিয়ালের দেখা মিলেছে। নতুন কোচ লোপেতেগুইয়ের অধীনে বেল-বেনজেমার জুটিতে দারুণ মৌসুম শুরু করে রিয়াল। এরপর পথ হারায় লস ব্লাঙ্কোসরা।