আজকের সেরা

সম্পাদকীয়……গৌতম হত্যা ও আফরোজা আত্মহত্যায় প্ররোচনা

By Daily Satkhira

December 22, 2016

সাম্প্রতিক সময়ে সাতক্ষীরার সবচেয়ে আলোচিত দুটি ঘটনা হচ্ছেÑ (১) কলারোয়ায় কিশোরী আফরোজাকে অপমানিত, লাঞ্ছিত ও অসম্মানিত করার মাধ্যমে তাকে আত্মহত্যায় প্ররোচিত করা এবং (২) সদর উপজলোর ঘোনা ইউনিয়নের ইউপি সদস্য গণেশ সরকারের পুত্র গৌতমকে মোবাইলে ডেকে নিয়ে তার বাড়ির পাশে হত্যা করে পুকুরে ফেলে দেয়া। আলোচিত দুটি ঘটনার প্রথমটিতে সেখানকার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ অধিকাংশ জনপ্রতিনিধির বক্তব্য, বিবৃতি ও অবস্থানে প্রতীয়মান হয় যে, তারা আফরোজা হত্যার ন্যায় বিচার নিশ্চিতের জন্য যতটা না সক্রিয় তার চেয়ে অধিক সক্রিয় আফরোজা আত্মহত্যায় যার দায় সবচেয়ে বেশি সেই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দোষ প্রমাণ করতে চান। অন্যদিকে, সাতক্ষীররা পুলিশ সুপারের সংবাদ সম্মেলনের পরও গৌতমের পিতা আশঙ্কা করছেন তার পুত্র হত্যার ন্যায় বিচার পাবেন কি না তা নিয়ে। তিনি স্পষ্টতই সন্দেহ প্রকাশ করেছেন এই হত্যাকা-ের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের ন্যায়নিষ্ঠার প্রতি। গত মঙ্গলবার এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি গৌতম হত্যার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের সাথেই ঐসব পুলিশ কর্মকর্তাদের সখ্যতার বিষয়টি সামনে এনেছেন। আমরা এই আস্থাহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। মুখে আইনের শাসনের কথা বলে যারা আইনকে নিজেদের অবৈধ সুবিধা লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর এবং অনমনীয় অবস্থান দেখতে চাই। আমরা আফরোজা এবং গৌতম হত্যার ন্যায় বিচার চাই। চাই জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মানবিক বোধেদয়ও।