বিনোদন

অপূর্ব এখন পাঠাও চালক

By daily satkhira

October 04, 2018

বিনোদনের খবর: মানুষের জীবনে কখন কি ঘটে বলা যায় না। জীবিকার প্রয়োজনে মানুষকে কত কিছুই না করতে হয়। আসলে হঠাৎ করেই বিপদে পড়ে গেলেন অপূর্ব। তাইতো উপায় না পেয়ে পাঠাও চালক হলেন। যে ছেলে পড়াশোনায় মন নেই সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কোন বাজে নেশা না থাকলেও কিন্তু মানসিকভাবে প্রচণ্ড অলস। কিন্তু একদিন হুট করে স্ট্রোক করে তার বাবা মারা যায়। ফলে তার জীবনের পৃথিবীতে অন্ধকার নেমে আসে। যে ছেলে কোন দিন বাজারে যায়নি তার কাঁধে এখন পুরো সংসারের দায়িত্ব। তাইতো পাল্টে যায় তার জীবনের গল্পটা। যে বাইক ছিল তার সারাদিনের সঙ্গী। সেই বাইকই হয়ে যায় জীবিকার একমাত্র অবলম্বন। পাঠাও রাইডে সার্ভিস দিয়ে ফাঁকা সময়ে চালক হিসেবে ঘুরে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তাইতো বাস্তবতায় ডুবে প্রেমিকা হারানোর কষ্টও এখন আর টলাতে পারে না অপূর্বকে। কেননা, তার অলসতার কারণে একদিন ভয়ানক ঝগড়া লাগে তার গার্লফ্রেন্ড মিতুর সাথে। ফলে তাকে ছেড়ে যায় মিতু। মূলত, এটি একটি নাটকের গল্প। সম্প্রতি এমন একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা নাজমুল রনি। রিফাত আদনান পাপনের রচনায় নাটকটির নাম ‘জীবনের দিন-রাত’। পাঠাও নিবেদিত, ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত নাটকে পাঠাও চালকের চরিত্রে দেখা যাবে অভিনেতা অপূর্বকে। এ বিষয়ে রনি জানান, নাটকের গল্পে দেখা যাবে জীবন বাবা-মায়ের একমাত্র সন্তান। খুব আদরে বড় হয়েছে তাই বাস্তব জ্ঞান নাই বললেই চলে। কোন দিন একবিন্দু দায়িত্বও তাকে নিতে দেখা যায়নি। বেশি আদরে কিছুটা বিগড়ে গেছে বললেও ভুল হবে না। নাটকটিতে আরও অভিনয় করেছেন, শবনম ফারিয়া, শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, মনির, তালহা খান প্রমূখ। আগামী ১৯ নভেম্বর নাটকটি রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে।