Exif_JPEG_420

কলারোয়া

কলারোয়া উপজেলা মানঅধিকার কল্যান ট্রাস্টের সহযোগীতায় নাবালিকা তানজিলা উদ্ধার

By daily satkhira

October 04, 2018

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা মানঅধিকার কল্যান ট্রাস্টের সহযোগীতায় উদ্ধার হল, ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবুল হোসেনর কন্যা তানজিলা খাতুন লিজা (১৬)।তানজিলা খাতুন গত ১১ই (সেপ্টেম্বর) কলারোয়া উপজেলা কেরালকাতা ইউনিয়নের কেরালকাতা গ্রামের ইসমাইল হোসেনে পুত্র ২ সন্তানের জনক মোঃ জহির উদ্দীন বাবু নাবালিকা তানজিলা খাতুনকে প্রেমের জালে ফাসিয়ে মিথ্যা কথা বলে ভাগিয়ে আনে ও মিথ্যা বিবাহ করে । তানজিলা খাতুন যখন জানতে পারে জহির উদ্দীন বাবু আগে একটা বিবাহ করেছে এবং ২ টি সন্তানের, পিতা তখন তানজিলা খাতুন তার বাবার বাড়িতে খবর দেয়। তার বাবা মোঃ আবুল হোসেন জানতে পারে তার মেয়ে তানজিলা খাতুন কলারোয়া উপজেলার কেরালকাতায় আছে, তখন তানজিলার বাবা মা মেয়েকে খুজতে থাকে,এবং কলারোয়া মানবঅধিকার ট্রাস্টের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্নার কাছে সহযোগীতা চাই।কলারোয়া হতে মানবঅধিকার ট্রাস্টের সভাপতি সহ কেরালকাতা ইউনিয়নের ইউপি সদস্য মুজিবুরের সহযোগিতা নিয়ে তানজিলা খাতুন কে উদ্ধার করে তার মামা আঃ জলিলের হাতে উঠিয়ে দেয়, এসময় আর ও উপস্থিত ছিল তানজিলার বাবা মোঃ আবুল হোসেন ফুফু জবেদা খাতুন মানআধিকার কল্যান ট্রাস্টের সভাপতি আশিকুর রহমান মুন্না,সা,সম্পাদক কামাল হোসেন,সহ,সভাপতি আবু তাহের,দপ্তর সম্পাদক পিয়ারে আশিকে রাসূল,আইন সম্পাদক শাহাদাৎ হোসেন, সমাজ কল্যান সম্পাদক ইউনুস আলী,এবং কেরালকাতা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মুজিবুর রহমান, সাবেক ছাত্রলীগের সভাপতি সুমন আহম্মেদ,ও গন্য মান্ন্য ব্যাক্তিবর্গ ।তবে এই বিষয়ে মেয়ের পরিবার কোন আইন গত ব্যাবসাস্থা নিতে রাজি হয়নি।