বিনোদনের খবর: ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের দর্শকরা দেখতে পারবেন মার্ভেল কমিকসের চরিত্র ভেনমকে নিয়ে নির্মিত সুপারহিরো ঘরনার ছবি ‘ভেনম’। একই দিনে বাংলাদেশের দর্শকরাও পাচ্ছেন এমন সুযোগ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘ভেনম’। রাজধানী বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকেই চলবে ছবির প্রদর্শনী। ‘ভেনম’ পরিচালনা করেছেন রুবেন ফ্লেইশার। ‘ভেনম’ চরিত্রে অভিনয় করেছেন টম হার্ডি। ছবিতে আরও আছেন মিশেল উইলিয়ামস, রিজ আহমেদ, রেইড স্কট, স্কট হ্যাজিসহ অনেকে। হলিউডের নতুন দিনের অন্যতম সফল অভিনেতাদের একজন টম হার্ডি। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রে তার অসাধারণ অভিনয় খুব অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। গত বছর যখন জানা গেলো, এই টম হার্ডিই সনি পিকচার্সের নতুন ‘ভেনম’ চরিত্রে অভিনয় করবেন তখন থেকেই দর্শকদের অপেক্ষার শুরু। দু’মাস আগে সিনেমাটির টিজার প্রকাশ পেলেও তাতে দর্শকদের মন একদমই ভরেনি। টিজারে যে একটিবারের জন্যও নতুন ভেনমের লুক প্রকাশ করা হয়নি! তবে দর্শকদের এই অতৃপ্তি ঘুচিয়ে দেয় ছবির ট্রেলার। প্রকাশের পরপরই ট্রেইলারটি সবার দৃষ্টি আকর্ষণ করে। ‘ভেনম’ রূপে টম হার্ডিকে দেখে মন ভরে যায়। মাত্র ৮ ঘণ্টায় ৫০ লক্ষেরও অধিক ভিউ যোগানো ট্রেইলারটিই বলে দিচ্ছে, দর্শকদের মন জয় করেছে এই নতুন ‘ভেনম’। সুপারহিরো সিনেমার বাকি সব নিয়মিত উপাদানের সাথে সাথে থাকছে দুর্দান্ত সব অ্যাকশন সিন। আর চেইজ সিন দেখা গেছে ট্রেইলারেই!