আশাশুনি

আশাশুনির উন্নয়ন মেলায় -ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি

By daily satkhira

October 04, 2018

মোস্তাফিজুর রহমান : সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমাটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক বলেন, উন্নয়ন মেলার প্রতিটি ষ্টলের উন্নয়নমূলক চিত্রই বলে দিচ্ছে দেশ আজ কত উন্নত। আমার নির্বাচনী এলাকায় সাড়ে ৫শ কিঃমিঃ রাস্তা কার্পেটিং (পিচ ঢালাই) করা হয়েছে। আশাশুনি উপজেলা সদরে আইসিটি সেন্টার ও উপজেলা অত্যাধুনিক মডেল মসজিদের কাজ হাতে নেয়া হয়েছে। ১০ টাকা দরে চাউল ও ১০টাকায় ব্যাংক হিসাব খোলা শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের মানচিত্র পেয়েছি। তার জন্যই আজ আমরা এমপি, উপজেলা চেয়ারম্যান, ডিসি, এসপি বিভিন্ন পদে অধিষ্ঠিত হতে পেরেছি। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের পদ্ম সেতু, ডিজিটালসহ মধ্য আয়ের দেশে পরিনত, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা, বাস্তহারার  বসত বাড়ী, মুক্তিযোদ্ধাদের ভাতাসহ তাদের পরিবারের রাষ্ট্রীয় সন্মান, বয়স্ক ও বিধবা ভাতাসহ দেশে অভাবনীয় উন্নয়ন জোয়ার বইছে। তিনি আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য সকল পেশার মানুষের প্রতি উদাত্ত আহবান জানান। বৃহস্পতিবার সকালে আশাশুনিতে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উন্নয়ন মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উন্নয়ন মেলা’১৮  সারাদেশের ন্যায় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৯ টায় মেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে উন্নয়ন মেলার আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকৌশলী আখতার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, শেখ জাকির হোসেন, শেখ মিরাজ আলী, আব্দুল আলিম মোল্যা , দিপংকর কুমার সরকার, ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক, আবুহেনা সাকিল, প্রভাষক ম. মোনায়েম হোসেন, সম সেলিম রেজা মিলন, সাবেক মুুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এবার আশাশুনিতে তিন দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর, সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৫০টি স্টল প্রদর্শনীতে অংশ নিয়েছে।