নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে সোলার প্যানেল ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৩ টায় নিজ বাসভবন নলতায় কালিগঞ্জের ৪ টি ইউনিয়নে( নলতা, ভাড়াশিমলা, তারালি, চম্পাফুল) ১৪১ টি অসহায় পরিবারের মধ্যে সোলার প্যানেল ও ২৮ টি পরিবারের মাঝে নগদ ৮৪০০০ হাজার (মাথাপিছু ৩০০০) টাকার চেক বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোন ভাবেই দেশের উন্নয়নের অব্যাহত গতি রোধ করা যাবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার গ্রামীণ জনপদের উন্নয়ন ও পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে নানামুখি কর্ম পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে।’ ‘আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে না।” তিনি আরও বলেন, আমরা যারা এসকল সুবিধা ভোগ করছি। তার প্রতিদানে জন নেত্রী শেখ হাসিনাকে কিছু দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু দেশবাসি তো চাইবে এ সুবিধা গুলি থেকে তারা যেন বঞ্চিত না হন। আর সেই কথা চিন্তা করেই তো নৌকাকে আবারও জয়যুক্ত করা উচিত। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশর মানুষের থেকে কিছু চায়নি বরং জীবনটাই। দিয়ে দিলেন। তারই কন্যা জন নেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে কিছুই চান না। নৌকার সাথে থাকুন এবং আপনাদের কি লাগবে তাই বলুন। এসময় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আবুল হোসেন, নলতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, সেক্রেটারী ইব্রাহিম খলিল, কালিগঞ্জ উপজেলা সাংসদ প্রতিনিধি আব্দুল খালেক, সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।