ভিন্ন স্বা‌দের খবর

যুদ্ধের চেয়েও দ্বিগুণ পরিমাণ মানুষ মারা যায় আত্মহত্যায়

By daily satkhira

October 05, 2018

অনলাইন ডেস্ক: মারণ রোগের মতই বেড়েছে আত্মহত্যার প্রবণতা৷ প্রত্যেক ৪০ সেকেন্ডে এটি কেড়ে নেয় এক মানুষের প্রাণ৷ এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার তথ্য৷ প্রত্যেক বছর প্রায় ৮,০০,০০০ মানুষ আত্মহত্যা করেন৷

আরও একটি আশ্চর্যের বিষয় যুদ্ধক্ষেত্রের প্রায় দ্বিগুণ পরিমাণ মানুষ মারা যান সুইসাইডে৷ গবেষণার তথ্য অনুযায়ী, সারা পৃথিবীতে সন্ত্রাস, যুদ্ধ, নানা রোগের কারণে প্রচুর মানুষ নিহত হন৷ কিন্তু তার থেকেও বেশি মানুষ আত্মহত্যার কারণে মারা যান৷

তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আত্মহত্যা করেছিল ৮১৭,১৪৮ জন৷ অন্যদিকে, সন্ত্রাস ও বিবিদ কারণে মৃতের সংখ্যা ৩৯০,৭৯৪ জন৷ বিশ্ব জুড়ে আত্মহত্যার সংখ্যাতে রয়েছে যথেষ্ট ভিন্নতা৷ ভারত, ইউকে, ইউএসের মত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা ছিল চোখে পড়ার মত৷

আত্মহত্যা বিষয়টিই ভীষণ জটিল৷ হতাশা, আঘাত, অতিরিক্ত চাপ ইত্যাদি বিষয়গুলির মিলিত প্রভাব আত্মহত্যার প্রবণতাকে বাড়িয়ে তোলে৷ আত্মহত্যার এই তথ্য অনেকটা অ্যালার্মের মত৷ বেশ কিছু এনজিও বিষয়টি নিয়ে তৎপরতা দেখিয়েছে৷ মানুষকে হতাশা, আঘাতের মত বিষয়গুলি থেকে সরিয়ে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করছে৷