বিদেশের খবর: রাশিয়ায় একটি শক্তিশালী যুদ্ধবিমান ‘মিগ-২৯’ বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো প্রাণহানী হয়নি। শুক্রবার মস্কোর কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন বলে সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সি জানিয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি দেশটি। মিগ-২৯ যুদ্ধবিমান দেশটির অত্যাধুনিক বিমানগুলোর মধ্যে একটি। সোভিয়েত আমলে রাশিয়া প্রথম এ বিমান তৈরি শুরু হয়। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের বিমানবহরে এটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে।