নিজস্ব প্রতিবেদক : “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিত সভায় জেলা ছাত্র সমাজের সভাপতি কাইছারুজ্জামান হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তথ্য বিষয়ক উপদেষ্ঠা ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতীয় ছাত্র সমাজ পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শের সৈনিক। জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীরা কোন টেন্ডারবাজী চাঁদা বাজী ও দেশের নৈরাজ্য সৃষ্টি করে না। প্রতিটি নেতাকর্মীদের লক্ষ ও উদ্দেশ্য জনগনের কল্যাণে কাজ করা। সারা বাংলাদেশে জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীরা আজ জেগে উঠেছে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য। এসময় তিনি আরও বলেন আগামী নির্বাচনে জাতীয় পাটিকে বাদ দিয়ে কোন দলই সরকার গঠন করতে পারবে না। জাতীয় পাটির প্রতি দেশের মানুষের ভালবাসা ও আস্থা রয়েছে। জাতীয় পাটিকে আবারও ক্ষমতায় আনতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি শেখ নুরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শেখ আনোয়ার জাহিদ তপন,তালা উপজেলা সভাপতি নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকি, কালিগঞ্জ উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুব সংহতির সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক আবু তাহের আলী, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাবেক ছাত্র নেতা আবুল কালাম,জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা সভাপতি আশরাফুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আহবায়ক নুর ইসলাম, তালা উপজেলা সাধারণ সম্পাদক ইউনুচ আলী, শ্যামনগর সভাপতি আব্দুল আলিম, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি আল ইমরান রাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম।