সাতক্ষীরা

গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম- জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত সাতক্ষীরা জেলা পরিষদ গঠন করবো

By Daily Satkhira

December 23, 2016

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর দেশে প্রথম বারের মত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা জেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন যাবত দেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে আসলেও এবারই ব্যতিক্রমভাবে জনপ্রতিনিধিদের ভোট (আমেরিকান ইলেক্ট্রোরাল) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী প্রচারণা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ প্রচার কার্যক্রম। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার মোঃ নজরুল ইসলাম সদর উপজেলার লাবসা ইউনিয়ন, বৈকারী ইউনিয়ন, কুশখালী ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি বলেন, ‘আমি আপনাদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে নিরাপদ, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ সাতক্ষীরা গঠনে কাজ করবো। সাতক্ষীরা জেলার শুধু শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চলেরও উন্নয়ন ও পরিবর্তনের রুপরেখা নিয়ে কাজ করবো। বিশেষ করে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলকভাবে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করবো। আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম আরো বলেন, আমি নির্বাচিত হলে নিরপেক্ষ এবং সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। জেলা পরিষদের কোনো সম্পদ ইজারা দেওয়া হবে না। সেসব সম্পদ উন্নয়ন কাজে লাগানো হবে। তিনি আরো বলেন, সবাইকে নিয়ে নিরাপদ, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ সাতক্ষীরা নির্মাণ করতে চাই। জঙ্গী, সংন্ত্রাসমুক্ত এবং বেকারত্বমূলক সাতক্ষীরা গড়তে আমি বদ্ধ পরিকর।’ অপরদিকে বুধবার সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে বুধবার বিকাল ৪ টায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে অংশ নেন তিনি। আলোচনা সভায় শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ওবায়দুর রহমান মানির সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, মো.আকবর আলী, এস.এম আবুল কালাম আজাদ, মো.শওকত আলী, আজহারুল ইসলাম, রেজাউল ইসলাম, আনোয়ার ঢালী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, তুহিনুর রহমান তুহিন, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রহমান মালি প্রমুখ। এরপর নজরুল ইসলাম ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসাসিয়েশনের সাধারণ সম্পাদক যুব নেতা মোস্তফিজুর রহমান নাসিমের পিতার মৃত্যুর খরব শুনে ভাড়–খালি তার বাড়িতে যান।