জাতীয়

খালাফ হত্যায় সাইফুলের মৃত্যুদণ্ড বহাল

By daily satkhira

October 07, 2018

অনলাইন ডেস্ক: সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আসামী সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে সাইফুল ইসলাম মামুনের করা (রিভিউ) আবেদন রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ খারিজ করে দেন। এই আদেশের ফলে সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড চূড়ান্ত ভাবে বহাল থাকলো। আদালতে সাইফুল ইসলাম মামুনের পক্ষে ছিলেন আইনজীবী আখতার হামিদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০১২ সালের ৫ মার্চ গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খালাফ হত্যার ঘটনায় ওই বছরের ৭ মার্চ গুলশান থানায় মামলা করে পুলিশ। একই বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ওই রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে। এবং রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। এরপর ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ে আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকে। আর মো. আল আমিন, আকবর আলী ওরফে রবি, রফিকুল ইসলাম খোকনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ। হাইকোর্টের এই রায় ২০১৭ সালের ১ নভেম্বর বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুল আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেন।