বিনোদন

অধরার অভিষেক কবে?

By daily satkhira

October 07, 2018

বিনোদনের খবর: ১২ অক্টোবর একসঙ্গে দুই ছবি—‘নায়ক’ ও ‘মাতাল’ দিয়ে নবাগতা নায়িকা অধরা খানের অভিষেক ঘটবে—এত দিন এটাই জানত সবাই। মিডিয়াও সেভাবেই সংবাদ প্রকাশ করে আসছিল। কিন্তু ৫ অক্টোবর হঠাৎ ‘নায়ক’ ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান ফেসবুকে জানান, ২৮ সেপ্টেম্বর শ্রীপুরের শাপলা হলে ‘নায়ক’ এবং ৫ অক্টোবর ঢাকার বাইরে আরেকটি হলে (নাম প্রকাশে অনিচ্ছুক) ‘মাতাল’ মুক্তি পেয়েছে। তাঁর স্ট্যাটাস অনুযায়ী এক দিনে দুই ছবি নিয়ে আর প্রেক্ষাগৃহে হাজির হওয়ার সুযোগ হলো না অধরার। কোনো প্রচার ছাড়া আগেভাগেই কেন ছবি মুক্তি দিলেন পরিচালকদ্বয়? উত্তরে ইস্পাহানি বলেন, ‘কোনো ছবি মুক্তি দিতে গেলে প্রযোজক সমিতির অনুমতি নিতে হয়। আমরা ২৮ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার জন্য অনুমতি পাই। কিন্তু আমাদের ইচ্ছা ছিল ১২ অক্টোবর মুক্তি দেব। যেহেতু ২৮ সেপ্টেম্বর অনুমতি মিলেছে, তাই মাত্র একটি হলে মুক্তি দিয়ে নিয়ম রক্ষা করেছি। তবে ১২ অক্টোবর সারা দেশে ছবিটি মুক্তি পাবে।’ এ বিষয়ে ‘মাতাল’ ছবির পরিচালক শাহীন সুমন বলেন, ‘আগে থেকেই চূড়ান্ত ছিল অধরার দুটি ছবি একই দিনে মুক্তি পাবে। অনেক দিন পর নতুন কোনো নায়িকার একসঙ্গে দুটি ছবি মুক্তি পাবে ভেবে ভালো লাগছিল। কিন্তু হঠাৎ যখন শুনলাম ২৮ সেপ্টেম্বর একটি ছবি মুক্তি পেয়েছে, তখন খানিকটা অভিমান থেকে ৫ অক্টোবর আমার ছবিটি মুক্তি দিয়েছি। তবে ১২ অক্টোবর অন্তত অর্ধশতাধিক হলে মুক্তি পাচ্ছে ছবিটি।’ তবে এমন ঘটনায় ছবি দুটির নায়িকা অধরা কী বলেন? ‘আমি জানতাম না আগেই আমার ছবি মুক্তি পেয়েছে। এখন জেনে খারাপ লাগছে। মনে করেছিলাম ১২ অক্টোবর মহাসমরোহে ছবি দুটি মুক্তি পাবে। অবশ্য একটা দিক ভেবে ভালো লাগছে যে বড় কোনো হলে ছবি দুটি মুক্তি পায়নি। সে অর্থে ১২ অক্টোবরই আমার প্রকৃত অভিষেক ঘটবে। আর আমি ক্যারিয়ারে সব