আন্তর্জাতিক

রাতের অন্ধকারে মিসাইল পরীক্ষা করল ভারত

By daily satkhira

October 07, 2018

বিদেশের খবর: সামরিক শক্তিতে নিজেদের আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্কর সব মহড়া। তারই জের ধরে শনিবার রাতে ভারতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হল দেশটির ওড়িশার বালাসোর থেকে। এদিন বালাসোরের কাছে চাঁদিপুরে টেস্ট রেঞ্জের কমপ্লেক্স-৩ থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চ করা হয়। এর আগে এ বছরের ২১ ফেব্রুয়ারিতেও রাতের অন্ধকারে পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হয়েছিল। প্রসঙ্গত, ২০০৩ সালে ভারতের অস্ত্রাগারে জায়গা করে নেয় পৃথ্বী-২। এর দৈর্ঘ্য ৯ মিটার। এই মিসাইল ৫০০ থেকে ১০০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। এতে রয়েছে লিকুইড প্রপালসান টুইন ইঞ্জিন। ডিআরডিও’র বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তৎপরতায় এই মিসাইল পরীক্ষা করেছে বিশেষ স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।