প্রেস বিজ্ঞপ্তি : তালায় শেখ ওবায়েদুস সুলতান বাবলুর পক্ষে জাসদের বর্ণাঢ্য নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর রবিবার দুপুর ১২টায় বহু নেতার্মীদের নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী শেখ ওবায়েদুস সুলতান বাবলুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য নির্বাচনী মিছিল তালা ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জাসদের আয়োজনে মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম। সাধারণ সম্পাদক মোল্ল্য আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মনোনিত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় যুবজোট সাধারন সম্পাদক মিলন ঘোষাল,তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোক্তার আলী, সাধারণ সম্পাদক আবু মুছা, নগরঘাটা ইউনিয়ন জাসদের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগ(জাসদ) সভাপতি এস এম আব্দুল আলিম, কলারোয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রুহুল কুদ্দুস রনি, কলারোয়া উপজেলা জাসদ সহ-সভাপতি মুনছুর আলী, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, জালালপুর ইউনিয়ন জাসদের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাহেব আলী, তালা উপজেলা ছাত্রলীগ(জাসদ) সাধারন সম্পাদক এস এম শামীম, কুমিরা ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, ইসলামকাটী ইউনিয়ন জাসদে নেতা শেখ আজিজুল ইসলাম, ইলিয়াস হোসেন, শেখ আছাদুল প্রমূখ। সভায় ১৪ দলীয় জোট প্রার্থী হিসেবে শেখ ওবায়েদুস সুলতান বাবলূ মনোনয়ন পাবেন বলে সকল নেতাকর্মী আশাবাদ ব্যক্ত করেন। এসময় প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মনোনিত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলু বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাড়ানোর আন্দোলনে, দুর্নীতি ও বৈষম্যের অবসান, সুশাসন এবং সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।