জাতীয়

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

By daily satkhira

October 07, 2018

দেশের খবর: স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর লালখানবাজার এলাকা থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ দু’জনকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান। আটক দুইজন হলেন-লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও নোয়াখালী জেলার চাটখিল থানাধীন শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে আল শাহরিয়ার (২৫)। এছাড়া নগরীর কোতোয়ালী এলাকার হোটেল মার্টিন থেকে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব অপর একটি দল। র‌্যাব কর্মকর্তা শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘গোপন সূত্রে ইয়াবা ও অস্ত্র নিয়ে একটি মাইক্রোবাস টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে আসছে বলে আমরা খবর পাই। ওই খবরের ভিত্তিতে লালখানবাজারে চেকপোস্ট বসিয়ে দুই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকারযুক্ত গাড়িটি আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে নগরীর কোতোয়ালী এলাকার হোটেল মার্টিন থেকে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব অপর একটি দল। রবিবার ভোরে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান। আটক তিনজন হলেন-মো. ফয়সাল (৩৮), মো. সোহেল (২৮) ও মো. মানিক (৩২)। মিমতানুর রহমান জানান, বাঁশের ভেতর কৌশলে লুকিয়ে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল তিন মাদক ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে হোটেল মার্টিন থেকে তাদের আটক করা হয়।