কলারোয়া

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

By Daily Satkhira

October 08, 2018

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরা স্পোর্টস ক্লাবকে পরাজিত করে ২য় রাউন্ডে উঠেছে শ্যামনগরের ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব। রবিবার বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পাল্টাপাল্টি আক্রমন আর মুহুর্মুহু উত্তেজনায় নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে শ্যামনগরের ঈশ্বরীপুর ৪-৩গোলে সাতক্ষীরা স্পোর্টসকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। সহকারী রেফারি ছিলেন মিয়া ফারুক হোসেন স্বপন ও আবু সাঈদ। চতুর্থ রেফারি ছিলেন রাশেদুজ্জামান রাশেদ। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও রুস্তম আলী। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। কলারোয়া পাবলিক ইন্সটিটিউট, এমআর ফাউন্ডেশন ও উপজেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে টুর্নামেন্টের আয়োজন করেছে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন পেইলি সাতক্ষীরা’র সম্পাদকমন্ডলীর সভাপিত, এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আয়োজক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। পাবলিক ইন্সটিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচি, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রমজান আহম্মেদ, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আগামি ১১অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলায় কেশবপুর মধুচক্র ও যশোরের বাহাদুরপুর স্পোর্টিং ক্লাব পরস্পর মোকাবেলা করবে।