বিদেশের খবর: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিয়ের যাত্রী বহনকারী একটি লিমুজিন গাড়ির সঙ্গে অপর গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ জন। শনিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। রোববার (৭ অক্টোবর) নিউইয়র্ক স্টেট পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার বিকেলে নিউইয়র্কের স্কোহায়ার কাউন্টির ‘অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোর’ এর সামনে লিমুজিনের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোরের ব্যবস্থাপক জেসিকা কিরবি বলেন, লিমুজিনটি সম্ভবত ঘণ্টায় ৬০ মাইল গতিতে আসছিল। পার্কিং লটে লিমুর আঘাতে কয়েকজন ক্রেতা নিহত হন। জেসিকা কিরবি নামের ওই ব্যবস্থাপক বলেন, আমি স্টোরের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পাই। খুবই দ্রুত বাইরে বেরিয়ে আসি এবং জরুরী সহায়ক নম্বর ৯১১ তে ফোন করি। জেসিকা কিরবি বলেন, আমি সেই দৃশ্যের বর্ণনা করতে পারবো না। স্টেট পুলিশ এক বিবৃতিতে জানায়, নিহতদের নাম পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। তাদের স্বজনদের বিষয়টি জানানো হবে।