আন্তর্জাতিক

এক যুগ পর জম্মু-কাশ্মীরে হচ্ছে পৌরসভা নির্বাচন

By daily satkhira

October 08, 2018

বিদেশের খবর: এক যুগেরও বেশি সময় পর আজ সোমবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পৌরসভা নির্বাচন হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৮টা পর্যন্ত। তবে এ নির্বাচন বয়কট করেছে রাজ্যের দুই প্রধান দল-ন্যাশনাল কনফারেন্স ও মেহবুবা মুফতির পিপল’স ডেমোক্রেটিক পার্টি। খবর এনডিটিভির। প্রথম দফায় আজ রাজ্যের ১১০০ পৌর ওয়ার্ডের মধ্যে ৪২২টি ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন কেন্দ্র করে গোটা উপত্যকাকে মুড়ে দেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। এ নির্বাচনে রয়েছে লাদাখ, জম্মু ও পিরঞ্জল কেন্দ্র থেকে ২৬ আসন ও ১৪৯ আসন কাশ্মীর থেকে। মোট প্রার্থীর সংখ্যা দুই হাজার ৯৯০ জন। চার দফায় হবে এ নির্বাচন, যা চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। তবে ইতিমধ্যে কাশ্মীরের ২৪০ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায়ই জিতে গেছেন। বিজেপি জানিয়েছে, কাশ্মীরের সাত পৌরসভা কমিটির ক্ষমতায় এসেছে তারা। তাদের ৭৫ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন।