সম্পাদকীয়

সরকারি চাকুরিতে ৩০ শতাংশ কোটার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

October 08, 2018

নিজস্ব প্রতিবেদক :সরকারি চাকুরিতে শতকরা ৩০ ভাগ কোটা বহালের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। একই সাথে তারা মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন বাস্তবায়ন ও সরকারি চাকুরি থেকে জামায়াত শিবিরের সদস্যদের প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। সোমবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক লায়লা পারভিন সেঁজুতি, গোলাম ফারুক, সম সেলিম রেজা, আবু হোসেন অপু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, অধ্যক্ষ আবু আহমেদ, এড. নুরুল আলম, হাসানুল ইসলাম, আবদুর রাজ্জাক প্রমূখ।