খেলা

অসিদের বিপক্ষে পাকিস্তানের রানের পাহাড়

By daily satkhira

October 08, 2018

খেলার খবর: আসাদ শফিক ও হারিস সোহেলের দুর্দান্ত জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে। রানের পাহাড় গড়ছে পাকিস্তান। দলীয় ২৬০ রানে ৪ উইকেট পতনের পর, এই দুই ব্যাটসম্যানের অনবদ্য পার্টনারশিপে বিশাল সংগ্রহের দিকে এগোতে থাকে পাকিস্তান। অর্ধশতক পেরিয়ে সেঞ্চুরির দোর গড়ায় কড়া নাড়ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৪০৬ রান। হারিস সোহেল ৮৬ ও আসাদ শফিক ৭৬ রানে ব্যাট করছেন। এর আগে প্রথম দিনশেষে ৩ উইকেটে ২৫৫ রান নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আজ ব্যাট করতে নেমে শুরুতেই এক উইকেট হারিয়ে বসে তারা। এরপর আবার নতুন উদ্যোমে ব্যাটিং শুরু করে সরফরাজ বাহিনী। আসাদ শফিক ও হারিস সোহেলের ব্যাটে ভর করে ৩০০ রান পেরিয়ে যায় তারা। দিনের একমাত্র উইকেটটি শিকার করেছেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিড্যাল। এদিকে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ। ১৫ বাউন্ডারিতে ২০৮ বলে ১২৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। তার সাথে থাকা ইমাম-উল-হক করেন ৭৬ রান। ১৮৮ বলে সাত বাউন্ডারি ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এরা দুজন ২০৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।