খেলা

৬ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন খাদিজা

By daily satkhira

October 08, 2018

খেলার খবর: পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত একমাত্র ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডান-হাতি অফ-স্পিনার খাদিজা তুল কুবরা। তার বোলিং নৈপুণ্যে সফরকারী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন খাদিজা। বাংলাদেশের প্রথম নারী খেলোয়াড় হিসেবে খাদিজা ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের নতুন রেকর্ড গড়ে ফেললেন। এর আগে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার ছিল লেগ-স্পিনার রুমানা আহমেদের। ২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ১০ ওভারে ২০ রানে ৪ উইকেট শিকার করেছিলেন রুমানা। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেওয়ার রেকর্ড আরও আছে খাদিজার দুই বার ও লতা মন্ডলের একবার। গত বছর এই কক্সবাজারেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন কুবরা। এছড়া বাংলাদেশের মেয়েদের হয়ে টি-টোয়েন্টিতে ১৬ রানে ৫ উইকেট আছে পান্না ঘোষের, ২৮ রানে ৫ উইকেট জাহানারা আলমের। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক অবশ্য পাকিস্তানের সাজিদা শাহ। ১৫ বছর আগে ২০০৩ সালে জাপানের বিপক্ষে ৮ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন সাবেক এই অফ স্পিনার। আজ খাদিজার ৯.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ২০ রান দিয়ে ৬ উইকেট হলো মেয়েদের ওয়ানডে ইতিহাসের ৬ষ্ঠ সেরা বোলিং।