সাহিত্য

ঝাউডাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে সাহিত্য স্মরণিকার মোড়ক উন্মোচন

By Daily Satkhira

December 24, 2016

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার পঙ্কজ সাহিত্য মজলিস, ঝাউডাঙ্গা’র উদ্যোগে ৪৫তম মহান বিজয় উপলক্ষে সাহিত্য স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝাউডাঙ্গা জাগরণী ক্লাবের ২য় তলায় গণকেন্দ্র পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও পঙ্কজ সাহিত্য মজলিস’র সভাপতি প্রফেসর মুহাম্মদ আবদুর রহীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কে.সি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কথা সাহিত্যিক ড. ইবাইস আমান। তিনি বলেন, সমাজ পরিবর্তনে সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকা- থেকে বিরত রাখতে সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, সাহিত্যের প্রতি প্রতিটি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে পারলে তারা মাদক ও নেশা থেকে দূরে থাকবে। এজন্য যুব সমাজকে সাহিত্যের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জঙ্গি বিরোধী কর্মকা- থেকে দূরে রাখতে সকলকে আহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন, পঙ্কজ সাহিত্য মজলিসের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর বদরুজ্জামান হাছান, যুগ্ম সম্পাদক ডা. ফজলুল কবির, মাধবকাটি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জি.এম আবুল হোসাইন, তরুন কবি মাগফুর রহমান, মনোয়ারুল বসির (মনু), অহিদুল ইসলাম, সাংবাদিক এস.এম আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঙ্কজ সাহিত্য মজলিসের সাধারণ সম্পাদক আসমত চৌধুরী।