অনলাইন ডেস্ক: জাতিসংঘের জলবায়ু রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি রিপোর্টটি বিবেচনার চিন্তা করবেন বলে জানিয়েছেন। জাতিসংঘের রিপোর্টে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ না নিলে আগামী দুই দশক পর বিশ্বকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। খবর সিএনএনের জাতিসংঘে রিপোর্টে বলেছে, বিশ্বের তাপমাত্রা যদি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে বিশ্ব ধ্বংসের মুখোমুখি হবে। এই সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের বলেন, রিপোর্টটি আমাকে দেওয়া হয়েছে। আমি দেখতে চাই কে এটা করেছে। আপনারা জানেন কোন গ্রুপ এই রিপোর্ট তৈরি করেছে। তিনি বলেন, এই রিপোর্ট কল্পনাপ্রসূত এবং এটা খুব ভালো নয়। তবে আমি ভালোভাবেই রিপোর্টটি দেখব। গত বছর প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি কার্বন নিঃসরণ কমানোর দাবি অগ্রাহ্য করেন। তিনি বরং জ্বালানি হিসেবে কয়লার ব্যবহারকে গুরুত্ব দেন।