খেলা

বাড়ছে টি-টোয়েন্টি ও টি-টেন লিগ, কঠোর হচ্ছে আইসিসি

By daily satkhira

October 11, 2018

অনলাইন ডেস্ক: দিন যত যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেটর সংক্ষিপ্ত ফরম্যাট। বাড়ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ। পাঁচদিনের টেস্ট ক্রিকেট আর আন্তর্জাতিক ফিকচারের সঙ্গে যা অনেক সময়ই সাংঘর্ষিক হয়ে পড়ছে। খেলোয়াড়দের চোটে পড়ার প্রবণতাও বেড়েছে। এছাড়া নানা অনিয়ম তো রয়েছেই। বিশ্লেষকদের মতে, এতে শঙ্কার মুখে পড়ছে ক্রিকেটের ঐতিহ্য। আর তারই জের ধরে এবার কঠের হচ্ছে আইসিসি। আগামীতে চাইলেও খেয়াল খুশিমত টি-টোয়েন্টি বা টি-টেন লিগ আয়োজন করা যাবে না বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে দুবাইয়ে বুধবার আইসিসির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যত্রতত্র লিগের লাগাম টেনে ধরার বিষয়ে ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে, আগামী ২০ অক্টোবর সিঙ্গাপুরে আইসিসির পরবর্তী বোর্ড মিটিং। সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইসিসির একজন মুখপাত্র। তিনি বলেন, ‘আগামী সপ্তাহের সভায় আমরা একটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো ইভেন্টগুলোর অনুমোদন এবং (লিগের জন্য) খেলোয়াড় ছাড়ার বিষয়ে। আমরা সবগুলোর কাগজপত্র এবং মালিকানার বিষয়গুলো দেখব।’ নতুন করে দেখভাল করার চিন্তা করায় শুধু প্রমোটারদের জন্য সুবিধা হবে, এমন নয়। ভবিষ্যতে এমন টুর্নামেন্টের অনুমোদন নিতেও বেশ কাঠখড় পোহাতে হবে ইঙ্গিত আইসিসির ওই কর্মকর্তার কথায়, ‘এটা শুধু প্রমোটারদের জন্য দরজা খুলে দেবে এমন নয়। আমার মনে হয় ভবিষ্যতে অনুমোদন নেয়া কঠিন হবে। যে কোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য দেশের এবং আইসিসির সমর্থন দরকার পড়বে।’