আন্তর্জাতিক

ভারতে ঘূর্ণিঝড় ‘তিতলি’র তাণ্ডব, নিহত ৮

By Daily Satkhira

October 11, 2018

বিদেশের খবর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ প্রলয় চালাচ্ছে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। এ পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যম জানায়, ‘তিতলি’ বেশি প্রলয় চালিয়েছে ওড়িশায়। তবে ৮ জন নিহত হয়েছে ওড়িশার প্রতিবেশী প্রদেশ অন্ধ্রতে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে এ পর্যন্ত তিন লাখ মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ওড়িশার গোপালপুর এবং কলিঙ্গপট্টনমে আঘাত হানে তিতলি। সঙ্গে ছিল প্রবল জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাত।

জানা যায়, প্রায় তিন থেকে চার ঘণ্টা ভূমিধস হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে এবং কুচা এলাকায় বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গোপালপুর এবং বার্হামপুরসহ বেশ কিছু এলাকায় যোগাযোগ ব্যহত হচ্ছে।

ঝড়ের গতিবেগ ছিল প্রাথমিকভাবে ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০২ কিলোমিটার।