সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংক-লরী, ট্রাক্টর ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

By daily satkhira

October 11, 2018

নিজস্ব প্রতিনিধি: ‘সড়ক পরিবহন শ্রমিক আইন ২০১৮’ এর ৮ টি ধারা সংশোধনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে সদর উপজেলার নারকেলতলা মোড়ে ‘জেলা ট্রাক ট্যাংক-লরী, ট্রাক্টর ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন নারিকেলতলা (রেজিঃ ৭৬৪)’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নটির সভাপতি মো. আব্দুর রকিব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’র শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারাগুলি বাতিল করতে হবে। নতুন এ শ্রমিক আইনে শ্রমিক স্বার্থে অনেক ধারা সংযোজিত হলেও এমন কিছু ধারা আছে যা সড়ক পরিবহন শ্রমিকের জীবন-জীবিকাকে চরমভাবে জটিল করে তুলবে। যা মেনে নেওয়া কোন ভাবেই আমাদের পক্ষে সম্ভব না। তাই আমাদের দাবি শ্রমিক স্বার্থ পরিপন্থী সকল ধারার সংশোধন করতে হবে।’ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, সহ সাধারণ সম্পাদক, শেখ জাকির হোসেন, কোষাধ্যক্ষ মো. আশারাফুজ্জামান ময়না, দপ্তর সম্পাদক মো. সেলিম আহম্মেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য কবিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের, আবু সিদ্দিক, আক্তার হোসেন, আব্দুল্লাহ-আল-মামুন, শহিদুল ইসলাম, আয়ুব আলী, বাবুল প্রমুখ। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু বলেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার হলো সংগ্রাম। আমাদের জীবন-জীবিকার প্রশ্নে আমরা সেই অস্ত্র প্রয়োগ করছি। আপনারা জানেন মে দিবসে শ্রমিকরা বুকের তাজা রক্ত ঝরিয়ে অধিকার আদায়ের সংগ্রাম করেছে। প্রয়োজন হলে অধিকার আদায়ে আমরাও রক্ত দেব। আমরা জানি সমাজের প্রয়োজনে আইনের পরিবর্তন আসে, আইনের প্রয়োজনে সমাজের পরিবর্তন আসে না। এজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আমাদের দাবি সড়ক-পরিবহন আইনের যে ধারাগুলি শ্রমিক স্বার্থের বিরোধী সেগুলো অবিলম্বে সংশোধন করুন।’ ইউনিয়নের সহ-সাধারণ শেখ জাকির হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে জামিনের ব্যাবস্থা করতে হবে। কারণ কেউ ইচ্ছা করে দুর্ঘটনা সৃষ্টি করে না। শ্রমিকের দ- ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকার মধ্যে করতে হবে। সড়কে কাগজ-পত্র চেকিং এর নামে পুলিশি হয়রাণী বন্ধ করতে হবে।’ মানববন্ধন সঞ্চালনা করেন মো. আশারাফ আলী।