খেলা

যৌন হেনস্থার অভিযোগের তালিকায় এবার মালিঙ্গাও

By Daily Satkhira

October 12, 2018

খেলার খবর: অর্জুন রানাতুঙ্গার পর লাসিথ মালিঙ্গা। ‘‌মি টু’‌ আন্দোলনের উত্তাপ ২২ গজেও ঢুকে পড়েছে। এক অজ্ঞাত নারী যৌন হেনস্থার অভিযোগ আনলেন শ্রীলঙ্কারএই পেসারের বিরুদ্ধে।

সম্প্রতি দক্ষিণ ভারতের এক সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপাদা টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন ‘‌ক্রিকেটার লাসিথ মালিঙ্গা’‌ শিরোনামে। পোস্টটিতে দেখা যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেছেন, আইপিএল চলাকালীন মুম্বাইয়ের এক হোটেলে তার শ্লীলতাহানি করেন শ্রীলঙ্কান এই পেসার।

সেই টুইটে বলা হয়েছে, ‘‌আমি নিজের পরিচয় গোপন রাখতে চাই। কয়েক বছর আগে মুম্বাইয়ের এক হোটেলে এক বন্ধুকে খুঁজতে গিয়ে হঠাৎই আইপিএলে খেলা শ্রীলঙ্কার এক বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে দেখা হয়। তিনি জানান, আমার বন্ধু তার ঘরে আছেন। কিন্তু ঘরে ঢুকে বন্ধুর দেখা পাইনি। ঠিক তখনই সেই ক্রিকেটার আমাকে খাটে ঠেলে ফেলে মুখের উপর চড়ে বসার চেষ্টা করেন।’‌

পোস্টে আরও বলা হয়েছে, ‘‌মনে রাখবেন আমি দীর্ঘাঙ্গী এবং প্রায় সমান ওজনের হওয়া সত্ত্বেও তার সঙ্গে এঁটে উঠতে পারিনি। আমি চোখ ও মুখ বন্ধ করে ফেলেছিলাম। ঠিক সেই সময় এক হোটেলকর্মী পানীয় দেওয়ার জন্য দরজায় টোকা মারেন। আমাকে ছেড়ে ক্রিকেটারটি দরজা খুলতে গেলে আমি শৌচাগারে গিয়ে মুখ ধুয়ে ফেলি। হোটেলকর্মী ঘর থেকে বের হবার পর ছুটে বেরিয়ে আসি। এই ঘটনায় অত্যন্ত অপমানিত বোধ করেছি। জানি লোকে বলবে, উনি বিখ্যাত বলেই ইচ্ছে করে সেই ঘরে ঢুকেছিলাম আমি। জেনে শুনেই এ পথে পা বাড়িয়েছি। আজ সাহস করে সত্যিটা জানালাম।’‌

উল্লেখ্য, গত বুধবারই যৌন হেনস্থার অভিযোগ ওঠে ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুন রানাতুঙ্গার বিরুদ্ধে। ফেসবুকে রানাতুঙ্গার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পোস্ট করেন এক ভারতীয় বিমানসেবিকা। তার অভিযোগ, হোটেলের সুইমিং পুলে তার কোমর জড়িয়ে ধরেছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা নাকি বলেছিল, ‘বিষয়টি আপনার ব্যক্তিগত।’‌