বিদেশের খবর: মৃত্যুদণ্ড বাতিল করছে মালয়েশিয়া। দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্তে সম্মত হয়েছে বলে জানা গেছে। মৃত্যুদণ্ড বাতিল করার জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন করছে মানবাধিকার কর্মীরা। তাদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান সরকার। বৃহস্পতিবার দেশটির একজন জ্যেষ্ঠ মন্ত্রী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। হত্যা, অপহরণ, মাদকদ্রব্য পাচার, অস্ত্র দখলের কারণে মালয়েশিয়ায় সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ব্রিটিশ উপনিবেশিক আইন অনুযায়ী দেশটিতে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে গণ্য করা হয়। দেশটির কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মৃত্যুদণ্ড বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আশা করছি খুব দ্রুত সংশোধিত আইনটি পাস হবে। দেশটির মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দাবি জানিয়ে আসছে। এমন সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন তারা। মানবাধিকার নিয়ে কাজ করে এমন আইনজীবীদের সংগঠনের উপদেষ্টা এন সুরেন্দ্রান এমন সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, মৃত্যুদণ্ড রায় হলো বর্বর, ভয়াবহ নিষ্ঠুর।