জাতীয়

পূজা কমিটির নেতৃত্বের দ্বন্দ্বে নেতা খুন

By daily satkhira

October 12, 2018

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে নেতৃত্বের দ্বন্দ্বের জের বিশু কুমার ধর নামে পূজা উদযাপন কমিটির এক নেতাকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিশু পাহাড়তলী থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক ছিলেন। এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শিমুল ধর ওরফে বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বাবুও পূজা উদযাপন পরিষদের নেতা। খুনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া বাবু দক্ষিণ কাট্টলীর গোপাল কৃষ্ণ ধরের সন্তান। পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, বৃহস্পতিবার রাতে বাসায় যাওয়ার পথে বিশুকে ছুরিকাঘাত করেন বাবু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবুকে গ্রেফতার করা হয়। বাবুকে জিজ্ঞাসাবাদের করে স্বীকারোক্তি ও দেখানো মতে রক্তমাখা ছুরি এবং তার বসতঘর তল্লাশী করে ঘটনার সময় তাহার পরনে থাকা রক্তমাখা কাপড় জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু পুলিশ জানায়, দীর্ঘদিন করে দূর্গা পূজা উদযাপন কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের করে সে বিশুকে খুনের পরিকল্পনা করে।