নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় কেক কাটা ও সূধী সমাবেশের মধ্য দিয়ে পালিত হল দৈনিক ইত্তেফাকের এগিয়ে চলার ৬৪তম বর্ষ পালন। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে ইত্তেফাকের সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় বর্ষ পালন অনুষ্ঠানটি। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অড়ম্বরপুর্ন এই কেক কাটা ও সূধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রানালয়ে উপ-সচিব এ,এন, এম মইনুল হোসেন, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্বল প্রমুখ। এ সময় সেখানে বিভিন্নœ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা সংগ্রামসহ এদেশের সকল আন্দোলনে দৈনিক ইত্তেফাকের ভূমিকা প্রশংসনীয়। তারা বলেন, ইত্তেফাক এ দেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। পত্রিকাটি এখনও মুক্তিযুদ্ধের স্বপক্ষে এবং গণমানুষের কথা তুলে ধরেন। বক্তারা এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।