রাজনীতি

জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

By daily satkhira

October 12, 2018

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আয়োজনে পুরাতন বাসস্ট্যান্ড থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাস টার্মিনালে আলোচনা সভায় মিলিত হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী বিকাশ কুমার দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন শাহীন, জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার সভাপতি মোঃ জোহর আলী, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহিদ হোসেন খান, নুুরুল হক প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহান স্থপতি। বাঙালী জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুখি সমৃদ্ধি সোনার বাংলা। সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় শ্রমিকলীগ। শ্রমিকরাই এদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। এদেশের কৃষক, শ্রমিক, কুলি মজুর সকলেই মিলে সেদিন দেশ স্বাধীন করার জন্য ঝাপিয়ে পড়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই শ্রমিকরাই এখনও দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারঁই সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার যে পরিমান দেশে উন্নয়ন করেছে ইতিপূর্বে কোন সরকারই সে উন্নয়ন করতে পারিনি। যারা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র গঠনে বাধা দিয়েছিল তারাই জাতির জনককে হত্যা করেছিল। সেই কুচক্রী মহল ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল শেখ হাসিনা সহ আওয়ামীলীগ কে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। জাতীয় শ্রমিকলীগ বাংলাদেশের একটি অন্যতম সংগঠন। শ্রমিকরা সব সময় এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে থাকেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারাবাহিকা অব্যহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও বাংলাদেশ আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার আহবান জানান।