জাতীয়

রাজধানীতে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৮ জন দগ্ধ

By daily satkhira

October 13, 2018

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তারায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শনিবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। বাসায় থাকা আহত ৮ জন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। আহতরা হলেন- ডাবলু (৩৩), আনজুম (৩৩), আবদুল্লাহ (৫), উর্মি (১৬), পূর্ণিমা (৩০), সুফিয়া (৬০), সাগর (১৪) ও আজিজুল (৩০)। তাদের মধ্যে ৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। উত্তরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেপারিপাড়ার তিনতলা বাড়ির নীচ তলায় শনিবার (১৩ অক্টোবর) ভোরে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। চুলার গ্যাস লাইনের লিকেজ থাকায় সকালে চুলা জ্বালাতে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। দ্রুত আগুন নীচতলায় বাসায় ছড়িয়ে পড়ে। শফিকুল ইসলাম জানান, ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের সারা শরীর ঝলসে গেছে। দ্রুত পদক্ষেপের ফলে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।