আন্তর্জাতিক

খাশোগি হত্যা নিয়ে চরম বিপাকে সৌদি

By daily satkhira

October 13, 2018

বিদেশের খবর: ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি’র অন্তর্ধান মামলায় আরও সমস্যায় সৌদি আরব সরকার। তুরস্ক সরকার দাবি করেছে, তাদের কাছে অডিও–ভিডিও ফুটেজের রেকর্ডিং আছে, যাতে তারা প্রমাণ করতে পারবে, তুরস্কের রাজধআনী ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভিতরেই গত ২ তারিখ খুন হয়েছিলেন নিজের দেশের কট্টর সমালোচক খাশোগি। মার্কিন তদন্তকারী অফিসারদের তারা সেকথা জানিয়েছে। ওই রেকর্ডিং–এ দেখা গেছে, সৌদি দূতাবাসের ভিতর ঢুকেছিলেন জামাল খাশোগি। তুর্কি বাগদত্তাকে বিয়ের জন্য নিজের দেশের সরকারের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি আনতে এবং সৌদি যুবরাজ সালমান বা এমবিএস–এর সঙ্গে বেড়ে চলা সমস্যা মিটমাট করতেই যুবরাজের আহ্বানে জামাল সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। তুর্কি তদন্তকারী অফিসারদের দাবি, তাদের কাছে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে, দূতাবাসে ঢোকার পর কিছুক্ষণ পরই জামালকে সৌদির গোয়েন্দারা খুন করে এবং তারপর তার দেহ টুকরো টুকরো করে লোপাট করে দেয়। অডিও ফুটেজে শোনা গেছে, যে দূতাবাসের ভিতর ঢোকার পর কীভাবে আরবি ভাষায় অনেকে মিলে খাশোগিকে প্রশ্ন করছে। তারপর তাকে অত্যাচার করে খুন করছে। এমনকি অডিও রেকর্ডিং–এ খাশোগিকে মারধরের আওয়াজ, তার আর্তনাদও স্পষ্ট শোনা গেছে। এদিকে, খাশোগির অন্তর্ধান নিয়ে ফের মার্কিন কংগ্রেসের সঙ্গে সংঘাতের পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সৌদি আরবের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করবেন না তিনি। বরং আমেরিকা পৃথক তদন্ত করবে ওয়াশিংটন পোস্টের সাংবাদিকের নিখোঁজকাণ্ডের। ট্রাম্পের মতে, অস্ত্রচুক্তির জন্য ব্যয় হবে ১১০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল অঙ্কের বিনিয়োগ বন্ধ করার অর্থ আমেরিকার পক্ষে লাভজনক হবে না। কারণ ওই বিনিয়োগের টাকায় আমেরিকায় অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। যদি ওই চুক্তি বাতিল হয় তাহলে রাশিয়া বা চীন তা লুফে নেবে বলে আশঙ্কা ট্রাম্পের। অন্যদিকে, মার্কিন সেনেটের ফরেন রিলেশন্‌স কমিটির চেয়ারম্যান বব কর্কারের বক্তব্য, যদি তদন্তে উঠে আসে যে দূতাবাসের ভিতর সৌদি সরকার কোনও সাংবাদিককে হত্যা করেছে তাহলে আমেরিকার সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক বদলে যাবে। ফলে খাশোগি অন্তর্ধানকাণ্ডে প্রেসিডেন্টের সঙ্গে ফের মতান্তর বেঁধেছে কংগ্রেসের।