বিদেশের খবর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অবতার’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। সম্প্রতি এক টুইট বার্তায় ওই বিজেপি নেতা মোদিকে প্রভু বিষ্ণুর ১১তম অবতার বলে মন্তব্য করেন। তার এ মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট দেন মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র অবধুত ওয়াঘ। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রভু বিষ্ণুর ১১তম# অবতার।’ এর আগে এক মারাঠি টিভি চ্যানেলকে মোদি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সৌভাগ্য যে, আমরা ভগবান-সদৃশ মোদির মতো একজন নেতা পেয়েছি।’ তার এ মন্তব্যের ঘোর বিরোধিতা করেছে বিরোধীদল কংগ্রেস। অবধুতের এ মন্তব্য ‘দেবতাদের প্রতি অবজ্ঞা’ আখ্যায়িত করে মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লন্দে বলেন, ‘তার এ মন্তব্য বিজেপির হারিয়ে যাওয়া রাজনৈতিক ভূমি ফিরে পাওয়ার একটা প্রচেষ্টা মাত্র। আমি মনে করি না, তার এ মন্তব্যেও ওপর বেশি গুরুত্ব দেয়া দরকার আছে।’ অবধুতের এ মন্তব্য ক্ষমতাসীন বিজেপির চর্চিত ‘নিচু প্রকৃতির সংস্কৃতির বহিঃপ্রকাশ’ বলে মনে করেন ওই কংগ্রেস নেতা। জাতীয় কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত সাংসদ জীতেন্দ্র আওহাদ বিজেপির মুখপাত্রকে খোঁচা দিয়ে বলেছেন, ‘ওয়াঘ ভিজেটিআই (বীরমাতা জিজাবাঈ টেকনোলজিক্যাল ইনস্টিটিউট) থেকে বের হওয়া একজন গ্র্যাজুয়েট। এখন তার সনদ আদৌ আসল কি না, তা যাচাই করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার কাছ থেকে এ ধরনের মন্তব্য আমরা আশা করি না।’