খেলা

তৃণমূল পর্যায়ে অ- ১৫ প্রতিভাবান বাছাইকৃত ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ রবিবার

By daily satkhira

December 24, 2016

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণে অ- ১৫ প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে  এবং জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণে অ- ১৫ প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসুচি ২০১৬ সম্পন্ন করে তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার ২৫ ডিসেম্বর রোববার সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রশিক্ষণ নিতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক মো. মাহবুব আলম পলো, সহকারি প্রশিক্ষক এ.এফসি’র সার্টিফিকেট প্রাপ্ত কোচ ইকবাল কবির খান বাপ্পি ও ইমাদুল হক খান। বাছাইকৃত খেলোয়াড়রা হল-কলারোয়া উপজেলা সোহান বাবু, ডালিম হোসেন, মো. ইব্রাহিম খলিল, মো. সেলিম হোসেন, মো. সোহানুজ্জামান সোহন, মো. মারুফ হাসান, আশাশুনি উপজেলা সজীব সরকার, মো. আব্দুল্লাহ, মো. হাবিবুল্লাহ বাসার, সবুজ সরকার, মো. নাজমুল হোসেন, মৃণ¥য় সরকার, শ্যামনগর উপজেলা মো. মনিরুল ইসলাম, মো. হানিফ সরদার, মনিরুল ইসলাম, মো. আরিফুল ইসলাম বাবু, শেখ তামিম হাসান দিপু, মো. মোশারফ হোসেন, মো. সুজন ইসলাম, কালিগঞ্জ উপজেলা Ñমো. শামীম হোসেন, অন্তিম কুমার মন্ডল, শেখ ইখতিয়ার উদ্দিন ইমন, বিশ্বনাথ মন্ডল, মো. জাহিদ হাসান, নূর মোহাম্মদ,  খায়রুল আলম, দেবহাটা উপজেলা- মো. মামুন রহমান, তালা উপজেলা রবিউল শেখ, তুহিন শেখ আলো, সাতক্ষীরা সদর উপজেলা -মো. জাকির হোসেন, মো. হাসানুর ইসলাম, মো. জামাল হোসেন নয়ন, মো. মহাসীন হোসেন, মো. নাঈম হোসেন। এই সকল খেলোয়াড়দের  আজ রোববার সকাল ৯টার মধ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পির নিকট রিপোর্ট করার আহবান জানানো হয়েছে।