খেলা

আবারও ভারতীয় গণমাধ্যমে মোস্তাফিজকে নিয়ে অপপ্রচার

By Daily Satkhira

December 25, 2016

স্পোর্টস ডেস্ক: অসাধারণ একটি বছর কাটানোর জন্য ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করে আইসিসি। তবে মোস্তাফিজ এ পুরস্কারের যোগ্য নন বলে মনে করছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট স্পোর্টস কিডা। গত বৃহস্পতিবার ২০১৬ সালের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে উদীয়মান সেরা খেলোয়াড় হিসেবে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজের নাম ঘোষণা করা হয়। তবে স্পোর্টস কিডার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজ আইসিসির নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ম্যাচ খেলেননি। পাশাপাশি তার পারফরম্যান্স তেমন ভালো ছিলো না। সেই একই সময়ে ভারতের কেএল রাহুল, জাস্প্রিত বুমরাহ ও শ্রীলঙ্কান কুশাল মেন্ডিস বেশি ভালো করেছেন! ‘সর্বশেষ ১২ মাসে মুস্তাফিজ মাত্র ১৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন (৩ টি একদিনের ম্যাচ এবং ১০ টি টি-টোয়েন্টি)। সেই ১৩ ম্যাচে ১১.৭৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। অন্যদিকে জাস্প্রিত বুমরাহ ২৪ ম্যাচে নিয়েছেন ৩৭ টি উইকেট। এছাড়া কেএল রাহুল তিন ফরমেটেই শতক হাঁকিয়েছেন।’ প্রতিবেদনে আরো বলা হয়, আইসিসির সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে এরপরেও যদি কেউ যোগ্য হোন সেটা মোস্তাফিজুর রহমান নন, সেই পুরস্কারের যোগ্য দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। মোস্তাফিজ ও রাবাদা একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হোন এবং একই সময়ে দু’জনেই অসাধারণ পারফর্ম করেছেন। তবে মোস্তাফিজের থেকে রাবাদার পারফরমেন্স বেশি উজ্জ্বল। রাবাদা তিন ফরমেটে ৩২টি আন্তর্জাতিক ম্যাচে ২৩ এর উপর গড়ে নিয়েছেন ৬৭ উইকেট। উল্লেখ্য এর আগেও সাতক্ষীরার কৃতি সন্তান এবং দেশের গর্ব মোস্তাফিজকে নিয়ে অপপ্রচার চালিয়েছিল ভারতীয় গণমাধ্যম।