খেলা

অধিনায়কদের মধ্যে এশিয়ার সর্বোচ্চ রানের মালিক কোহলি

By daily satkhira

October 13, 2018

খেলার খবর: এশিয়ার মধ্যে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের মিসবাহ-উল-হককে টপকে এ রেকর্ড গড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিন ৪৫ রানের ইনিংস খেলে এশিয়া মধ্যে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে অধিনায়ক হিসেবে কোহলির পরিসংখ্যান ছিলো- ৪১ ম্যাচে ৪,১৮৮ রান। এ ম্যাচের আগে এই তালিকায় এশিয়ার মধ্যে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মিসবাহ। ৫৬ ম্যাচে ৫১ দশমিক ৩৯ গড়ে ৪২১৪ রান করেন তিনি। ৪৫ রানের ইনিংসের পর মিসবাহকে টপকে যান কোহলি। ভারত দলপতি বর্তমান রান ৪২ ম্যাচে ৪২৩৩। গড় ৬৫ দশমিক ১২। বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের। ১০৯ ম্যাচে ৭৪ দশমিক ৮৩ গড়ে ৮৬৫৯ রান করেছেন তিনি।

খেলোয়াড় ম্যাচ রান গড়: গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) ১০৯ ৮৬৫৯ ৭৪.৮৩অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া) ৯৩ ৬৬২৩ ৫০.৯৪রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৭৭ ৬৫৪২ ৫১.৫১ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ) ৭৪ ৫২৩৩ ৫১.৩০স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) ৮০ ৫১৫৬ ৪০.৫৯অ্যালিষ্টার কুক (ইংল্যান্ড) ৫৯ ৪৮৪৪ ৪৬.৫৭ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ৪৭ ৪৬৮৫ ৫৭.৮৩বিরাট কোহলি (ভারত) ৪২ ৪২৩৩ ৬৫.১২মিসবাহ-উল-হক (পাকিস্তান) ৫৬ ৪২১৪ ৫১.৩৯ক্রেইগ চ্যাপেল (অস্ট্রেলিয়া) ৪৮ ৪২০৯ ৫৫.৩৮