সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

By daily satkhira

October 13, 2018

আসাদুজ্জামান ঃ “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে এসে শেষ হয়। পরে, সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামালের সভাপতিত্বে জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) দেওয়ান আকরামুল হক, সহকারী কমিশনার ও ডিআরআরও কর্মকর্তা আছফিয়া সিরাতসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তাবৃন্দ। আলোচনাসভা শেষে জেলা প্রশাসক চত্বরে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের অংশগ্রহনে জনসচেতনতার মূলক এক দুর্যোগ প্রশমনে মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনে সহযোগিতা করেন, সাতক্ষীরা পৌরসভা, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, আশ্রয় ফাউন্ডেশন, বরসা, চুপড়িয়া মহিলা সংস্থা, উত্তরন, বিশ্ব খাদ্য কর্মসূচি, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন, আশা, অগ্রগতি সংস্থা, সুশীলন, ব্র্যাক ও জাগরনী চক্র ফাউন্ডেশন।##